এটা লুটপাট ও চুরির বাজেট: খালেদা জিয়া
স্টাফ রিপোর্টারঃ ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাট ও চুরির বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, এই বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট। অর্থমন্ত্রী এটি তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথামতো তৈরি করা হয়েছে ।
নিজেদের পকেট ভারী করতে এই বাজেট দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় নির্বানচন নিয়ে খালেদা জিয়া বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা।
সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারের পতন হবে।