কোটালীপাড়ায় আগুনে পুড়ে ২টি ঘর লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি
নাইমুল ইসলামঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে ২টি ঘর ভষ্মিভূত ২০ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সরেজমিনে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী সন্ধায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীফলবাড়ী গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে জব্বার মোল্লা (৬৫) এবং মৃত ছবেদ আলী মোল্লার ছেলে খোরশেদ মোল্লা (৬৫) ও মৃত আজগর মোল্লার পাশাপাশি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গাড়ী নিয়ে ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা হলেও রাস্তার কারনে ভাঙ্গারহাট থেকে মটর ভ্যানে করে মেশিনাদী নিয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে দেড়তলা বিশিষ্ট ঘর ২টি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার
সার্ভিস কর্মী তৌফিকুর রহমান সহ স্থানীয় ৮/১০ জন এলাকাবাসী আহত হন। একাধীক এলাকাবাসী সংবাদিকদের বলেন-এই ঘর দুটি অনেক পুরানো দেড়তলা বিশিষ্ট ঘর ছিল, মুহুর্তের মধ্যেই চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ২০ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি হয়। কোটালীপাড়া ফায়ার
সার্ভিস স্টেশন অফিসার নজরুল ্ধসঢ়;ইসলামের সাথে আলাপ হলে
তিনি বলেন- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সংবাদ পেয়ে উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস তাৎক্ষণিক তার লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌছান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও ক্ষতিগ্রস্থদেরকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বরাবর ক্ষয়-ক্ষতির সাহায্যের জন্য একটি লিখিত আবেদন করতে বলেন।