উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন গাউছুল আজম অ্যাভিনিউ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। নিহত মুন্না রাজধানীর তুরাগ এলাকার মোহাম্মদ শহীদের ছেলে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, ভবনটির সীমানা প্রাচীরের
ওপরে উঠে বৈদ্যুতিক তার সংগ্রহ করতে গেলে ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।