বছরের শুরুতেই সংজ্ঞীতাংনে উচ্ছাস
বিনোদন ডেস্ক : নতুন বছরের মাত্র আটদিন পার হয়েছে। এর মাঝেই বড় তারকা থেকে শুরু করে চলতি প্রজন্মের অনেক শিল্পীর গান প্রকাশ হয়েছে এ সময়ে। গত বছরের শেষটা সংগীতাঙ্গনের জন্য ছিল হতাশার। সেদিক থেকে বছরের শুরুতেই ভালো কিছু গানের আবির্ভাব সম্ভাবনার আলো জ্বেলেছে সংগীতাঙ্গনে। গত আটদিনে অন্তত ২০টি নতুন গান প্রকাশ হয়েছে। এরমধ্যে বছরের প্রথম দিনই বরেণ্য সংগীতশিল্পী মনির খান ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামের গান নিয়ে হাজির হয়েছেন। উল্লেখযোগ্য খবর হচ্ছে, জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান ফিরেছেন ‘এক ঘর আমার’ গানের মাধ্যমে। গত বছরও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি ছিল বছরের সবচেয়ে বড় হিট গান। তারই ধারাবাহিকতায় অনুপম মিউজিকের ব্যানারে সুকণ্ঠী সিঁথি সাহার সঙ্গে তাহসানের ‘একা ঘর আমার’ এর গানচিত্র এরইমধ্যে নজর কেড়েছে। এদিকে দেশের শীর্ষ সংগীত তারকা আসিফ আকবরের গান প্রকাশ হয়েছে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়ক-সংগীত পরিচালক ইমরানের সুর ও সংগীতে। ধ্রুব মিউজিক ভিডিও স্টেশনের ‘মন জানে’ শিরোনামের এ গানটিতে আসিফ-ইমরান জুটির চমক বেশ উপভোগ করছেন শ্রোতা-দর্শক। এদিকে দীর্ঘ সময় পর নতুন বছর উপলক্ষে একদিন আগেই প্রকাশ হয়েছে আরফিন রুমীর গান ‘পরীর মতো সুন্দরী’। সিডি চয়েসের ব্যানারে পড়শীর সঙ্গে গাওয়া এ জমজমাট গানে আরফিন রুমী গাওয়ার পাশাপাশি নেচেও পারফর্ম করেছেন। তার সঙ্গে মডেল ছিলেন প্রণমী। এর বাইরে জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার ‘সাধের পিরিতি’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। বছরের শুরুতে ন্যান্সি কন্যা রোদেলাও ‘রাজকুমার’ শিরোনামের গানে প্রশংসিত হচ্ছেন। এর বাইরে নতুন বছর উপলক্ষে গত কয়েকদিনে প্রকাশ হয়েছে সৈয়দ অমির ‘পরী পাইছি রে’, কাজী শুভ’র ‘মা’সহ আরও বেশ কিছু গান। বছরের শুরুতেই নতুন এ গানগুলো প্রকাশকে সংগীতবোদ্ধারা দেখছেন অত্যন্ত ইতিবাচক হিসেবে। এ ধারাবাহিকতা ভালোবাসা দিবস ও ঈদ উৎসবেও অব্যাহত থাকার আশাবাদ সংগীতসংশ্লিষ্টদের।