বৃথা বিজয়ের ‘বিতর্কিত’ সেঞ্চুরি, জয়ে ফিরলো খুলনা
প্রাইমনিউজ ডেস্ক : শেষ ওভারে দুর্দান্ত রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ১৭ রান আর সেঞ্চুরির জন্য এনামুল হক বিজয়ে প্রয়োজন ১০ রান। প্রথম বলে ৪ মার মেরে শুরুটা দারুণ করেন বিজয়। পরের বলে পান আরও ২ রান। তৃতীয় বল ডট গেলে সমীকরণ দাঁড়ায় ১১ রানের। চতুর্থ বলে আসে আরও ২ রান। দুই বলে রাজশাহীর প্রয়োজন ৯ রান আর বিজয়ের ১! পঞ্চম বলটা খুলনা টাইগার্সের পেসার করলেন ইয়র্কার, বিজয় ঝুঁকি নিতে চাইলেন না। তাতে রানও এলো না। তখনই হার নিশ্চিত হয় রাজশাহীর, শেষ বলে দরকার ৯! সহজেই ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। উল্লাস না থাকলেও থাকলো বিতর্ক!
আজ বিপিএলের দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীকে ৭ রানে হারিয়েছে খুলনা। আগে ব্যাটিং করে ২০৯ রান করে মেহেদী হাসান মিরাজের দল। জবাবে ২০২ রানে থামে রাজশাহীর ইনিংস।
টানা দুই জয়ে আসর শুরু পর টানা চার ম্যাচ হারে খুলনা। এই ম্যাচ দিয়ে জয়ে ফিরলো তারা। রাজশাহী গত ম্যাচ জিতে জয়ে ফিরলেও আজ হারলো আবার। এই ম্যাচের পর ৭ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে খুলনা। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থেকে পাঁচে রাজশাহী।