গাম্বিয়াকে ‘ইসলামী রাষ্ট্র’ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক ঃ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে ‘ইসলামী প্রজাতন্ত্র’ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ। দেশটির বেশীরভাগ নাগরিকের ধর্ম ইসলাম। কলোনিজমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার। দেশটির রাজধানী বানজুলের কাছে গত শুক্রবার এক রাজনৈতিক র্যালিতে এ ঘোষণা দেন ইয়াহিয়া। এর আগে গত বুধবার মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের গাম্বিয়ায় জায়গা দেওয়ার ঘোষণা দেন তিনি। দেশটির মোট ১৮ লাখ জনসংখ্যার ৯০ শতাংশই মুসলিম। ১৯৬৫ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আফ্রিকান রাষ্ট্রটি। ইয়াহিয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিচ্ছি। গাম্বিয়া আর কলোনিয়াল উত্তরাধিকার চালিয়ে যেতে চায় না।’ তিনি বলেন, ‘ইসলামী রাষ্ট্রে খ্রীষ্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ করা হবে। এ ছাড়া পোশাক পরিচ্ছদ ও অন্যান্য ক্ষেত্রে দেশটির নাগরিক এবং বিদেশী নাগরিকদের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে।’ এদিকে ‘কোনো ধরনের গণভোট ছাড়াই এ ধরনের ঘোষণা গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী ন্যাশনাল রিকনসিলিয়েশন পার্টির নেতা হামাত বাহ। দেশটির ইসলামী বোর্ডের প্রধান ইমাম মোমোদু লামিন তুরে জানিয়েছেন, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।