জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ
অর্থনীতি ডেস্ক ঃ এ বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ হবে বলে উল্লেখ করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। পরবর্তী বছর এ প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ হবে বলেও মনে করেন তিনি। রোববার (১৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন তিনি।