ঐক্যবদ্ধ ভাবে কাজ করার শপথ নিতে হবেঃ রুহুল আমিন
মামুনুররশীদঃ জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের বীজ সিলেট থেকেই বোপন করার হবে। আজকের এ সভা থেকেই পল্লীবন্ধুর সৈিনকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার শপথ নিতে হবে। আগামী নির্বাচনে ৩০০’শ টি আসনেই জাপা থেকে প্রার্থী দেওয়া হবে।এর লক্ষে সংগঠিত ভাবে দলকে এগিয়ে নিতে হবে।
শুক্রবার বেলা ৩ টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সিলেট বিভাগীয় সম্বনয় সভায় এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আগামী ১ অক্টোবর পল্লী বন্ধু হোসেইন মোহম্মদ এরশাদ সিলেটে আসবেন বলে পূর্ণ আশ্বাস ব্যক্ত করেন জাপার মহাসচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ টি আসনে সংসদ সদস্য প্রার্থী চূড়ান্ত করতে দেশ ব্যাপী সাংগঠনিক কার্যক্রম অংশ হিসেবে অনুষ্টিত সম্বনয় ।
সভা জাতীয় পার্টির সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির সচিব এডভোকেট আব্দুল হাই কাউয়ুমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টিপা, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, উপদৃষ্টা কাজী মামুনুর রশিদ মামুন, জিয়াউল হক মৃধা এমপি,মুনিম চৌধুরী বাবু এমপি,ইয়াহইয়া চৌধুরী এমপি প্রমুখ।
উপস্থিত ছিলেন, যুব সংহতির আহবায়ক লোটন শিকদার, সদস্য সচিব ফখরুল হাসান শাহজাদা, শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খান, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।