টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় আগুন ! এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু !
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th September 2016at 1:09 pm
FILED AS: রাজধানী
20 Views
মোঃ শাহজালাল (জুয়েল)
টঙ্গীতে ট্যাম্পাকো কারখানায় আগুন লেগে এই পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টঙ্গী জেনারেল হাসপাতেলে ১৭,ঢাকা মেডিক্যাল হসপিটালে ৪ ও উত্তরা আধুনিক মেডিক্যাল হসপিটালে ৩ টি লাশ রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫০ এর আধিক কর্মী। অগ্নিদগ্ধ ২৩ জনকে নেয়া হয়েছে ঢকা মেডিক্যালে।
আজ সকাল আনুমানিক ৬.০০ ঘটিকার সময় বয়লার বিস্ফরনে এই আগুনের সূত্রপাত।কারখানাটিতে ফুয়েল ও রেপিং পেপার তৈরি হত। আগুন নিয়ন্ত্রিনে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩ টি ইউনিট।
বিস্ফোরণে ভেঙ্গে পরেছে কারখানার ৪ তলা পুরো ভবন। ঈদের বেতন বোনাস দিয়ে আজই কারখানাটি ছুটির কথা ছিল।কারখানাটির মালিক পলাতক রয়েছে।