সব

সুয়ারেজের হ্যাটট্রিকে ফাইনালে বার্সা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th December 2015at 10:42 pm
FILED AS: খেলা
19 Views

2খেলা ডেস্ক ঃ দলের নায়করা যখন দলের বাইরে থাকে তখন সেই দলের খেলা কেমন হতে পারে। চোটের কারনে নেইমার ও ম্যাচের আগে কিডনিতে পাথর ধরা পড়ে মেসির। ত্রিফলা-এমএসএন’র দুজন ছাড়া নিশ্চয় ছন্নছাড়া বার্সা! উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ হ্যাটট্রিকের ম্যাজিকে, গুয়াংজু এভারগ্রান্ডের বিপক্ষে বার্সার জয় ৩-০ ব্যবধানে। ফলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে কাতালানরা। আগামী ২০ ডিসেম্বর ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে সেমিফাইনালে মেসি ও নেইমারের অভাব বার্সেলোনাকে বুঝতেই দেননি সুয়ারেজ। বলতে গেলে একাই ভেঙে চুরমার করেছেন ব্রাজিলের প্রাক্তন কোচ লুইস ফিলিপ স্কলারির গুয়াংজুর রক্ষণ। শুরু থেকেই আধিপত্য ছিল বার্সেলোনার। তবে গোল পেতে একটু দেরি হয়েছে। ৩৯ মিনিটে রাকিটিচের সহায়তায় বার্সাকে প্রথম লিড এনে দেন সুয়ারেজ। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান সুয়ারেজ। আন্দ্রেস ইনিয়েস্তার দুর্দান্ত পাস বুকে রিসিভ করে মাটিয়ে পড়ার আগেই কৌনিক শটে জালে জড়ান সুয়ারেজ। ম্যাচের ৬৬ মিনিটে ডি-বক্সে মুনির এল হাদ্দাদিকে ট্যাকল করে বসেন এভারগ্রান্ডের মিড-ফিল্ডার হুয়াং বোয়েন। পেনাল্টি থেকে সুয়ারেজ হ্যাটট্রিক পূর্ণ করেন। ক্লাব বিশ্বকাপে জীবন্ত কিংবদন্তি পেলের পর তিনিই প্রথম এই গৌরব অর্জন করলেন। ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘মেসি, নেইমারকে ছাড়া আজ জেতাটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। সেটায় সফল হওয়ায় খুশি। আশা করছি রবিবার ফাইনালে মেসি, নেইমার দুজনেই মাঠে ফিরবে।’


সর্বশেষ খবর