মেয়র মান্নানের দুর্নীতি অনুসন্ধানে দুদক
জেলা ডেস্ক ঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে একইসঙ্গে অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ দিয়েছে কমিশন। মেয়র আব্দুল মান্নানের বিরুদ্ধে উঠা অভিযোগ অনুসন্ধানে কমিশনের দেওয়া নির্দেশনার অনুলিপি কাছে রয়েছে। দুদক সূত্র জানায়, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অর্থে উন্নয়নমূলক কোনো কাজ না করেই মেয়র অধ্যাপক আব্দুল মান্নান পুরো অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক সোর্সে যাচাই-বাছাই করে গত ১৩ ডিসেম্বর কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালক মো. নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধনের স্বার্থে শিগগিরই মেয়র মান্নানকে নথিপত্রসহ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে দুদক জানিয়েছে।