সব

টি-২০ বিশ্বকাপে খেলবে না ম্যাককালাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd December 2015at 2:19 pm
FILED AS: খেলা
17 Views

6খেলা ডেস্ক ঃ ২০১৬ সালের মার্চে ভারতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। আর এই টুর্নামেন্টে দেখা যাবে না নিউজিল্যান্ডের হার্ডহিটার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন কিউই অধিনায়ক। মঙ্গলবার অবসরের এই আগাম ঘোষণাটা দিয়ে রাখলেন ম্যাককালাম। তার অবসরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। অবসরের বিষয়টা জনসম্মুখে প্রকাশ করার জন্য ক্রাইস্টচার্চ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন ম্যাককালাম। তবে মার্চেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণায় তার থাকা না থাকা নিয়ে যাতে বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে আগেই অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন ম্যাককালাম। অবসরের ঘোষণা দিয়ে ম্যাককালাম বলেন, ‘মূলত, এই সংবাদটা জনসম্মুখে প্রকাশের জন্য ক্রাইস্টচার্চ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলাম আমি। তবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার স্কোয়াডে থাকা না থাকা নিয়ে বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ আগের দিন ম্যাককালামের নেতৃত্বে হ্যামিল্টনের টেস্ট নিয়ে ১১টি টেস্ট জিতেছে নিউজিল্যান্ড, যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জয়ের সমান। প্রাক্তন অধিনায়ক জিওফ হাওয়ার্থের নেতৃত্বেও ১১ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। আর ২৮টি টেস্ট জিতে নিউজিল্যান্ডের সেরা অধিনায়ক স্টিভেন ফ্লেমিং।


সর্বশেষ খবর