সব

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই : আইজিপি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd December 2015at 10:41 pm
19 Views

9স্টাফ রিপোর্টার ঃ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।’ খুলনা ডিআইজি রেঞ্জ অফিসে রেঞ্জ কর্মকর্তাদের সঙ্গে বেঠক শেষে মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আইজিপি বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে ও নির্বাচনোত্তর সহিংসতা প্রতিরোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’ পৌরসভায় বিজীয়দের তাৎক্ষণিক বিজয় মিছিল না করার পরামর্শ দেন তিনি। সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো নেটওয়ার্ক নেই। দেশে যে জঙ্গি রয়েছে তাদের নির্মূল করতে পুলিশের অভিযান চলছে। এরই মধ্যে জঙ্গিরা যে সব কর্মকাণ্ড করেছে, পুলিশ তা উদ্ঘাটন ও দোষীদের আটক করতে সক্ষম হয়েছে।’ আইজিপি আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বেঠক করে। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনিরুজ্জামান, পুলিশ সুপার হাবিবুর রহমান, র‌্যাব-৬ খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হক উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত খালিশপুর থানা ভবন উদ্বোধন করেন। পরে তিনি থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।


সর্বশেষ খবর