জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন শনিবার
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগন, দেশের অধ:স্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগন অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত থাকবেন । এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিত থাকার কথা রয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, সম্মেলন তিন পর্বে বিভক্ত থাকবে। উদ্বোধনী পর্বের পর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়ার সভাপতিত্বে আলোচনা পর্বের মূল বিষয় থাকবে বিচার বিভাগীয় সংস্কার। সমাপনী অধিবেশনে অধস্তন আদালতের প্রশাসনিক ব্যবস্থাপনা, বিশেষ করে মামলাজট নিরসনে বিভিন্ন উপায় অবলম্বনের বিষয়টি অগ্রাধিকার পাবে।