সব

এবার সাংবাদিকতায় রোবট

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th December 2015at 1:33 pm
104 Views

24ডেস্ক রিপোর্ট ঃ  আগামীতে মানুষের প্রতিদ্বন্দ্বি যে রোবট তা অনেকেই জানেন। তার শুরুটা যে এখন থেকেই তা কে জানত। আপাতত রোবট যে পেশায় মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তা হলো সাংবাদিকতা। এখন থেকেই অনেক সাংবাদিক উলটো দিন গুনতেও শুরু করে দিয়েছেন। রীতিমতো আঙ্গুল দেখিয়ে আত্মপ্রকাশ ঘটেছে রোবট সাংবাদিকের। ঘটনাটি ঘটেছে চীনে। এই রোবট সাংবাদিক খবর পড়তে পারে। বলে দেবে আবহাওয়ার খবর৷ ঝড়-বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেবে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য৷আর এসব তথ্য হবে একদম নির্ভুল। এই সাংবাদিক রোবটটি তৈরি করেছে মাইক্রোসফট। সম্প্রতি চীনের একটি খবরের চ্যানেলে রোবট সাংবাদিক নিয়োগ করা হয়েছে। সকাল সকাল নারীকণ্ঠে এই রোবট সাংবাদিক জানিয়ে দেবে দিনের পূর্বাভাস সহ গুরুত্বপূর্ণ খবর৷ একটি সূত্র থেকে জানা গেছে, এই রোবটের নাম শিয়াওলেস। শুধু খবর পাঠ নয়, দর্শকদের সাথেও কথা বলবে সে৷আবহাওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেবে এই রোবট। মঙ্গলবার থেকে নতুন সাংবাদিকতার চাকরিতে যোগ দিয়েছে শিয়াওলেস। নতুন এই অতিথির আগমনে বেশ চিন্তায় চীনের সাংবাদিকমহল। যে দেশের জনসংখ্যা এবং বেকার সমস্যা এত প্রবল সেখানে মানুষকে সরিয়ে তার জায়গায় রোবট-সঞ্চালককে বসানোয় অনেকের কপালে ভাঁজ পড়েছে। সাংবাদিকদের আশঙ্কা, এই চ্যানেলের দেখাদেখি অন্যান্য সংবাদমাধ্যমেও সঞ্চালকের জায়গায় রোবট নিয়োগ করতে শুরু করলে কী হবে সাংবাদিকদের? কোথায় গিয়ে দাঁড়াবে প্রথাগত সাংবাদিকতা, খবর পাঠের রীতি? যদিও বেইজিং জুড়ে শিয়াওলেসের কথা বলার ঢং, প্রশ্নের চটজলদি উত্তর দেয়ার ক্ষমতায় অনেকে এর ভক্ত হয়ে গেছে।


সর্বশেষ খবর