সব

রায়ে সন্তোষ নজরুলের স্ত্রীর সেলিনা ইসলাম বিউটি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 16th January 2017at 1:18 pm
42 Views

14স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। সোমবার (১৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের দেওয়া রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সন্তোস প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি। নিহত নজরুলের শ্বশুর সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আমি রায়ে খুশি। এখন সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

মামলার ৩৫ আসামির মধ্যে কারাগারে আটক ২৩ আসামিকে আদালতে হাজির করে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনে।

এর আগে মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর রায়ের এ দিন ধার্য করেন আদালত।

 


সর্বশেষ খবর