সাবেক প্রধান বিচারপতির ইন্তিকাল
স্টাফ রিপোর্টারঃ সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।
দেশের ১৬তম প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ১ জুন প্রধান বিচারপতি হিসেবে দায়ীত্বগ্রহণ করে ২০০৯ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত এ পদে ছিলেন।