সব

আশুলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীর বেদম মারধোরের শিকার অসহায় কৃষক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 17th January 2017at 10:07 pm
32 Views

26আশুলিয়া-সাভার প্রতিনিধিঃ রাজধানী লাগোয়া আশুলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীর বেদম মারধোরের শিকার হয়েছেন অসহায় এক কৃষক। ইতোপূর্বে ওই চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ এক হালি মামলা রয়েছে আশুলিয়া থানায়। রহস্যজনক কারনে প্রতিবারই পার পেয়ে যাচ্চে ওই সন্ত্রাসী। ফলে ক্রমেই বেপরোয় হয়ে উঠেছে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আশুলিয়ার ধামসোনা ইউপি’র কন্ডা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে কৃষক আলমগীর হোসেন(৪০) ক্ষেতে সেচের পানি পাশর্^বর্তী খাল থেকে সরবরাহ কালে একই এলাকার ইয়ামিন মাদবরের ছোট ছেলে এক হালি মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার পরিকল্পিতভাবে রড দিয়ে পিটিয়ে আহত করে। কৃষক আলমগীরের আর্তচিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করে। আহত কৃষক আলমগীরের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

আহত আলমগীরের বাবা কুদ্দুস জানান, পাশর্^বর্তী খাল থেকে জমিতে পাম্প মেশিন দিয়ে ক্ষেতে পানি দেয়ার অপরাধে তার ছেলে কে সন্ত্রাসী দেলোয়ার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। ওই খাল থেকে পানি সরবরাহ করতে পারবে না বলে প্রাণ নাশের হুসিয়ারি দিয়েছে দেলোয়ার।

এ ব্যাপারে এলাকাবাসী জানান, দেলোয়ার এর আগে পূর্ব শত্রুতার জেরে ১৩ বছরের মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক
কিশোরীকে ধর্ষনের পর হত্যা করে ওই এলাকার বংশাই নদীতে ফেলে রেখেছিল। বছর খানেক পূর্বে সিম কার্ডের এক এজেন্টকে মারধোর করে ৩ লাখ টাকার সিম ও নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে পালানোকালে এলাকাবাসীর প্রতিরোধে ধৃত হয়েছিল দেলোয়ার। উভয় ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এছাড়াও অন্যান্য আরো ২টি মামলায় এজাহার নামীয় আসামী দেলোয়ার। প্রতিবারই টাকার জোরে ও প্রভাবশালী দলের ছত্র ছায়ায় সে রহস্যজনকভাবে পার পেয়ে যায়। ঘটনায় এলাকাবাসী ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে।

এ সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগি কৃষক আলমগীরের বাবা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনায় অভিযুক্ত আটক হয়নি। জানতে চাইলে থানার উপ পরিদর্শক জয়ন্ত কুমার বলেন, মারধোর সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থল তিনি পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। তবে মামলা রেকর্ডের পর অভিযুক্তের ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর