সব

নির্বাচন কমিশনে আওয়ামী লীগ সমর্থিত কেউ থাকবে না: কাদের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 22nd January 2017at 6:47 pm
46 Views

51স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “অতীতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি যা করেছে আওয়ামী লীগ তা করবে না। নির্বাচন কমিশনে (ইসি) আওয়ামী লীগ সমর্থন করে এমন কোনো ব্যক্তি থাকবে না। ”

আজ রবিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসি খালেদা জিয়ার গ্রহণযোগ্য হবে না। কারণ খালেদা জিয়া আজিজ মার্কা ইসি গঠন করেছিলেন। সেই এম এ আজিজ বিএনপির সমর্থক ছিলেন। একে এম হাসানকে উপদেষ্টা করেছিলেন। তিনি কিন্তু বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাহলে আজকে নিরপেক্ষতার কথা বলছেন কেন। আপনি ঠিক বলেছেন, সরকারের ইচ্ছায় গঠিত ইসির বিষয়ে আপনার বক্তব্যের সঙ্গে আমি সহমত কারণ ইসি গঠন সরকারের কোনো ইচ্ছায় নেই। ”

তিনি আরও বলেন, “আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে, ইসি গঠনে শেখ হাসিনা যাদের নাম প্রস্তাব করবেন, সেখানে কোনো আওয়ামী লীগের সমর্থকের নাম থাকবে না। আর রাষ্ট্রপতি ইসি গঠনে যে নাম নেবেন তাতেও বিএনপি বা আওয়ামী লীগের কারো নাম থাকবে না।যে কাজ বিএনপি করেছিলো আওয়ামী লীগ তা করবে না। ”

ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, “শনিবার ঢাকা কলেজে যে সংঘর্ষ হয়েছে এর ফলে অবশ্যই পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমাদের নেত্রী দেশে ফিরেই সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন জড়িতদের গ্রেফতার ও বহিষ্কার করতে। ইতিমধ্যে গ্রেফতার ও বহিষ্কার দুটোই করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে। ”

 


সর্বশেষ খবর