শাহজালাল বিমানের টয়লেট থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিমানের টয়লেট থেকে ৭ কেজি ওজনের ৬০টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগের প্রিভেন্টিভ টিম।
প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার আহসানুল কবীর জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় ওমানের রাজধানী মাস্কট থেকে রিজেন্টস এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিমান বন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানটির টয়লেটে ময়লার ঝুড়িতে ৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা স্বর্ণের মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা বলে জানান তিনি।