সব

এই সময়েও সেরা সুন্দরী ঐশ্বরিয়া!

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 24th January 2017at 10:50 pm
41 Views

37বিনোদন ডেস্কঃ সাবেক মিস ইন্ডিয়া ঐশ্বরিয়া রায়ের বয়স এখন ৪৩। ইতিমধ্যে হয়েছেন এক সন্তানের জননী।
এই বয়সে এসেও সবাইকে পেছনে ফেলে দর্শকদের ভোটে আরও একবার ইন্ডিয়া’স মোস্ট বিউটিফুল ওম্যানের খেতাব জিতলেন তিনি। গ্ল্যামার বাড়ালেন ফেমিনা কাভারের।

মা হওয়ার পর স্বাভাবিক কারণেই শরীরে মেদ জমায় নিন্দুকদের বাঁকা হাসি, কটূক্তি শুনতে হয়েছে তাকে।

কিন্তু কোনো সমালোচনাকেই কিছুকেই পাত্তা দেননি তিনি। জবাব দিয়েছেন ফিল্ম ফেয়ারের ফটোশুটে।

আত্মবিশ্বাসের সঙ্গেই ঐশ্বরিয়া জানান, ‘আমি যা খেয়েছি সব সময় তা উপভোগ করেছি। কখনই কঠোর ডায়েট মেনে চলিনি। কারও কাছ থেকে কোনো উপদেশও চাই না।’

 

 


সর্বশেষ খবর