সব

ঠাকুরগাঁও কৃষকদল, যুবদল ও ছাত্রদল সভাপতিসহ ৫ নেতার ইস্তফা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 25th January 2017at 12:37 am
43 Views

41এস. এম. মনিরুজ্জামান মিলনঃ  ঠাকুরগাঁও জেলার  কৃষকদল, যুবদল ও ছাত্রদল সভাপতিসহ ৫ জন লিখিতভাবে দল থেকে ইস্তফা দিয়েছেন। এ ব্যাপারে  তারা ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত ইস্তেফাপত্র প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে তারা লিখিত ইস্তেফাপত্র পাঠান। ইস্তেফাপত্রে উল্লেখ করা হয়েছে, আকঁচা ইউনিয়ন পশ্চিমের বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৫ নেতা ব্যক্তিগত সমস্যা ও ব্যবসায়িক ব্যস্ততা দেখিয়ে সেচ্ছায় ও সজ্ঞানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্ব-স্ব পদ থেকে ইস্তফা দেন।

ইস্তেফাপত্র প্রদানকারীরা হলেনঃ

১. বাবলুর রহমান,
সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি, আকঁচা ইউনিয়ন পশ্চিম।
২. পজিরুল ইসলাম,
সাধারণ সম্পাদক, যুবদল, আকঁচা ইউনিয়ন পশ্চিম।
৩. মো. মাইনুদ্দীন,
সভাপতি, ছাত্রদল, আকঁচা ইউনিয়ন পশ্চিম।
৪. মো. শহিদুর রহমান,
সভাপতি, ২নং ওয়ার্ড কৃষকদল, আকঁচা ইউনিয়ন পশ্চিম।
৫. মো. দেলোয়ার,
সভাপতি, যুবদল, আকঁচা ইউনিয়ন পশ্চিম।


সর্বশেষ খবর