সব

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 25th January 2017at 12:50 am
38 Views

42 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনচাকার দ্রুতগামী নসিমন গাড়ি উল্টে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন, হরিপুর উপজেলার মশালডাঙ্গী গ্রামের মো. ইদ্রিস আলী (৭০) ও উখাইচন্ডী গ্রামের মো. বাবলু (৪৭)। নিহতরা সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

এসময় নসিমনটির ড্রাইভার এনামুলসহ আরও ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে দ্রুত হরিপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন।

তাদের মধ্যে নসিমন ড্রাইভার এনামুল এবং অপর এক যাত্রীর অবস্থা আশংকাজনক হলে দুপুরেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান উক্ত দুর্ঘটনায় হতাহতের খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর