অবশেষে ফিরলেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্কঃ ঢাকায় ফিরেছেন নায়িকা অপু বিশ্বাস। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফিরলেন তিনি। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র দেশীয় একাধিক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।জানা গেছে, আগামী মাসের প্রথম দিকে সংবাদ সম্মেলন করবেন তিনি। তখন জানাবেন তিনি এতদিন কোথায় ছিলেন, কেন ছিলেন।
অপুকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁতভাঙা জবাব পাওয়ার সময় হয়ে এসেছে, দাবি করে অপু বলেন, ‘আমি মার্চ থেকে আবারোও শুটিংয়ে ফিরবো।’ তবে এর মাঝে অনেক জলঘোলা হয়েছে অপুকে নিয়ে। এখন দেখা যাক সংবাদ সম্মেলনে তিনি কি বলেন।