অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে ফেদেরার
খেলা ডেস্কঃ নিজের ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফেদেরার। মিসকা জভেরেভকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চার নিশ্চিত করেছেন সুইস এই তারকা।
ইনজুরি কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর কোর্টে ফিরে ৯২ মিনিটের লড়াইয়ে সরাসরি তিন সেটে জয় পান ফেদেরার। মেলবোর্নে ৬-১, ৭-৫ আর ৬-২ গেমে হারান জার্মান তারকা জারেভকে।
এদিকে চতুর্থ বাছাই ভাভরিঙ্কা কোয়ার্টার ফাইনালে ৭-৬, ৬-৪, ৬-২ গেমে ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে হারিয়েছেন। ফাইনালে জায়গা করে নিতে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ফেদেরারের মুখোমুখি হবে চতুর্থ এই বাছাই।