অবিলম্বে গ্যাসের মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সিলেট বিএনপি
মামুনুররশীদ:বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- ‘অবৈধ আওয়ামী সরকার অস্বাভাবিকভাবে গ্যাসের মুল্য বৃদ্ধি করছে। অন্যায়ভাবে গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আহুত শহীদ মিনারের শান্তিপূর্ণ অবস্থান কর্মসুচীতে পুলিশী বাধা প্রমান করে এই সরকার গনতন্ত্র বিনাশী অবৈধ ও স্বৈরাচারী সরকার।
অবিলম্বে গ্যাসের মুল্য বৃদ্ধির আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে’।
বৃহস্পতিবার বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বার বার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট বিএনপি আয়োজিত শহীদ মিনারে অবস্থান কর্মসুচীতে বাধা দেয়ে পুলিশ। পরবর্তীতে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অবস্থান কর্মসুচী ও প্রতিবাদ সভার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু,প্রমুখ।