দর্শন
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 3rd March 2017at 12:05 pm
FILED AS: কবিতা ও সাহিত্য
58 Views
এস.এ.খালেক:
দর্শন হলো জ্ঞানের প্রতি প্রীতি
মুক্তভাবে চিন্তা করার রীতি।
দর্শন জীবন ও জগতের মৌলিক বিষয় সমূহের বিশ্লেষণ
সত্য উদ্ঘাটেনর জন্যই দর্শনের ব্যপক অন্বেষণ।
দর্শন বুদ্ধি দিয়ে করে যাচাই
ন্যায়নিষ্ঠ নীতিকে করে বাছাই।
দর্শন অজ্ঞানতার অন্ধকারে সন্ধান করে আলো
মানবের কল্যাণে ভূমিকা রাখে ভালো।
দর্শণ মানবের ইচ্ছা-অনুভূতি কামনা-বাসনাকে রাখে সংযত
জীবন চলার পথকে করে বিকশিত
জীবনকে করে সমুন্নত।
দর্শন ভালোত্বকে করে অর্জন
মন্দত্বকে করে বর্জন।
দর্শন জ্ঞান অন্বেষণকারীর দেহ-মন প্রাণে
চেতনার উৎকষর্তা বয়ে আনে।
দর্শন চিন্তনে বিশুদ্ধ
আত্তাকে করে পরিশুদ্ধ।
দর্শন জাগ্রত করে সুবোধ
বৃদ্ধি করে মানবিক মূল্যবোধ।
বিজ্ঞানের দান যেখানে নিতান্তই বিশেষ
দর্শনের দান সেখানে অশেষ।
দর্শন জীবনের সামগ্রিক কল্যাণ
সকল বিজ্ঞানের বিজ্ঞান।