বিএনপি নিবন্ধন বাঁচাতে নির্বাচনে আসবে: কাদের
স্টাফ রিপোর্টারঃ নিবন্ধন বাঁচানোর জন্য বিএনপি অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি থাকবে কিনা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আগে দেখতে হবে বিষয়টি সংবিধানে আছে কিনা। সংবিধানে না থাকলে কিভাবে থাকবে তারা?’
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কোন্দল নিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় পরিবার। এখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তো থাকবেই। নারায়ণগঞ্জের মতো কুমিল্লার দ্বন্দ্বও আমরা সমাধান করব।’