সব

অবৈধদের নাগরিকত্ব প্রদানের পক্ষে ৮০ ভাগ আমেরিকান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 3rd March 2017at 7:18 pm
55 Views

30 আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরতদের মধ্যে যারা কর্মক্ষম এবং কোন অপরাধে লিপ্ত নেই, তাদেরকে বৈধতা প্রদানে ডেমক্র্যাট ও রিপাবলিকানদের সমঝোতা প্রয়োজন বলে উল্লেখ করার পর পরিচালিত এক জরিপে ৮০ শতাংশ আমেরিকান ওই ধরণের পদক্ষেপের প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থনের কথা জানিয়েছেন। এরমধ্যে রিপাবলিকান ৬৯ শতাংশ, ডেমক্র্যাট ৮৭ শতাংশ  এবং স্বতন্ত্র ৮৩ শতাংশ আমেরিকান এ ধরনের সমঝোতাকে স্বাগত জানাতে চেয়েছেন। জাতীয়ভিত্তিক এ জরিপ চালিয়েছেন ‘ম্যাকক্ল্যাচি-ম্যারিস্ট পোল’ (McClatchy-Marist Poll)। ২ মার্চ বৃহস্পতিবার জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে।

গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউজে কর্মরত টিভি সংবাদদাতাতের সৌজন্যে এক মধ্যাহ্নভোজে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বৈধতা প্রদান তথা সিটিজেনশিপ প্রদানে উপরোক্ত সমঝোতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। সে সময় ট্রাম্প আরো উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের অভিবাসন কার্যক্রম ভঙ্গুর হয়ে পড়েছে। একে ব্যাপক সংস্কার প্রয়োজন।   বিশেষ নির্বাহী আদেশ জারির মধ্য দিয়ে অবৈধভাবে বসবাসরত এক কোটি ১০ লক্ষাধিক অভিবাসীকে ঢালাওভাবে গ্রেফতারের অভিযান শুরুর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মনোভাবে বিস্ময় প্রকাশ করেন অনেকে। যদিও কংগ্রেসের ওই ভাষণে এ সম্পর্কে কোন কথা উচ্চারণ করেননি ট্রাম্প।

জরিপে অবৈধদের সিটিজেনশিপ প্রদানের শর্ত হিসেবে উল্লেখ করা হয় যে, তাদেরকে অবশ্যই ইংরেজিতে কথা বলার যোগ্যতা থাকতে হবে, বকেয়া ট্যাক্স প্রদান করতে হবে। এছাড়া এ ধরনের সুযোগ গ্রহণকারীদের নির্ধারিত অংকের জরিমানা প্রদানে সম্মত থাকতে হবে। প্রেসিডেন্ট ওবামার আমলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে ‘কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল’ উঠিয়েছিলেন ডেমক্র্যাটরা। কিন্তু রিপাবলিকানদের অসহযোগিতার কারণে তা পাশ হয়নি।

 


সর্বশেষ খবর