সব

টঙ্গীতে দাকাতির চেষ্টাকালে অস্রসহ ৬ ডাকাত আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 4th March 2017at 5:11 pm
49 Views

36মোঃ ইলিয়াছ মোল্লাঃ গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে ৬ ডাকাতকে আটক করেছ টঙ্গী থানার পুলিশ । এ সময় ডাকাতদের কাছ থেকে ৬রাউন্ড গুলিসহ ১টি রিভলবার উদ্ধার করা হয় । ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে টঙ্গী থানার পুলিশের চার কনষ্ট্রেবল আহত হয়েছেন । আটক ডাকাতরা হলো : সিরাজুল ইসলাম সৈকত (২৮), আকাশ ওরফে আলামিন (৩১), রাজু  (২০), মহসীন (২০) স্বপন (২১) ও বাবুল চিশতি (৩২) । টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী সুপ্রভাত পরিবহনের একটি বাসে সংঘবদ্ধ এদল ডাকাত ডাকাতির চেষ্টা করে । এসময় ওই এলাকায় দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা ডাকাতদের চ্যালেঞ্জ করলে ডাকাতরা পুলিশ সদস্যদের উপর হামলার চেষ্টা চালায় । পরে পুলিশ একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ ৬ ডাকাতকে আটক করে । ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিকালে কনস্ট্রেবল বিল্লাল, শাহীন, শহিদুল ইসলাম ও লিয়াকত সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।


সর্বশেষ খবর