কোটালীপাড়ায় শেখ রাসেল মেমোরিয়ালকে সমাজ কল্যাণ সংস্থা উদ্ধেগে চেক প্রাদান
নাইমুল ইসলাম নাইমঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলার সমাজ সেবা অফিসে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা উদ্ধেগে কুরপালা মাদ্রাসার উন্নয়ন মূলক কাজের অনুদান হিসেবে ৪০ হাজার টাকার চেক প্রাদান করেন গোপালগঞ্জ জেলার শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার জেলা সভাপতি হোসাইন মোহঃ আওলাদ।
গত ০২ মার্চ উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহুরুল ইসলাম, অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন কুরপালা মাদ্রাসার মোহতামিম মাহামুদ হাসান শামীম, মাওঃ মানজুরুল ইসলাম হাওলাদার, মাওঃ মোজাফফার হোসেন, মাহামুদুল ইসলাম রনি, রেয়াজুল গাজী, আঃ ছামাদ, কোটালীপাড়া রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি কাজী পলাশ প্রমুখ।
আর্থিক সহযোগিতা করেন- মিসেস সাহিদা কাইয়ুম(সুইডেন প্রবাসী)