সব

সার্জেন্ট নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th March 2017at 10:06 pm
60 Views

2স্টাফ রিপোর্টারঃ পুলিশের ২০১৭ সনের বহিরাগত ক্যাডেট সার্জেন্ট পদে নিয়োগের জন্য আগামী ১০, ১১ ও ১২ মার্চের নির্ধারিত লিখিত পরীক্ষার সময়সূচি অনিবার্যকারণে পরিবর্তন করা হয়েছে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন আগামী ২৭ মার্চ বিকেল ১৪-০০টা হতে ১৭-০০টা; সাধারণ জ্ঞান ও পাটিগণিত ২৮ মার্চ বিকাল ১৪-০০টা হতে ১৭-০০টা এবং মনস্তত্ত্ব ২৯ মার্চ ১৪-০০টা হতে ১৫-০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 


সর্বশেষ খবর