সব

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 6th March 2017at 2:29 pm
34 Views

42স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেবার পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সঙ্গে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী জানিয়েছেন, বৈঠকে কয়েকদিনের ধর্মঘটে দেশের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যহত হবার ঘটনায় দু:খপ্রকাশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ।

এরপর ভবিষ্যতে চিকিৎসা সেবাকে জিম্মি করার মত ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে, নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রীকে আশ্বাস দিলে, চারজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে দেয়া শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেবার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী

 


সর্বশেষ খবর