উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবেঃ পরিকল্পনা মন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে বলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজ ঢাকায় ইন্ডিয়ান টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচা্রাল রিলেশন দিবস উপলক্ষে বাংলাদেশে ভারত হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং ফাস্ট সেক্রেটারি জিসনো মুখার্জি বক্তৃতা করেন । হর্ষ বর্ধন শ্রিংলা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দু‘দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে ।
আপনাদের সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়িত হলে ভারত সবচেয়ে বেশী খুশি হবে ।পরিকল্পনা মন্ত্রী ভারতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করার জন্য হাইকমিশনারের হস্তক্ষেপ কামনা করেন ।