সব

সংবাদ সম্মেলন করছেন না সাকিব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 11th April 2017at 6:30 pm
46 Views

49বিনোদন ডেস্কঃ রাজধানীর পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করছেন না বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। আজ মঙ্গলবার সকালে মুঠোফোনে তিনি নিজেই এ তথ্য জানান। শাকিব বলেন, ‘কীসের সংবাদ সম্মেলন? আমি কখন বললাম, সংবাদ সম্মেলন করব?’

অথচ গতকাল সোমবার রাতে শাকিব জানিয়েছিলেন, বিয়ে-সন্তানসহ নানা বিষয়ে কথা বলবেন তিনি। এজন্য রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরবেন তিনি।

মুঠোফোনে শাকিব বলেন, প্রতিপক্ষ আমার পেছনে বেশ জোরেশোরে লেগেছে। আমি এ নিয়ে আর মাথা ঘামাতে চাই না। যা হওয়ার, তা হবে।

প্রায় এক বছর আড়ালে থাকার পর গতকাল সোমবার বিকালে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে হাজির হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিল ছেলে আব্রাহাম খান জয়। অনুষ্ঠানে অপু বলেন, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। শাকিবের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয়েছে তার। তাদের ছেলের জন্ম হয় ভারতের কলকাতার একটি হাসপাতালে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।

টেলিভিশনের পুরো অনুষ্ঠানে অপু শুধু শাকিবের সঙ্গে তার সম্পর্ক নিয়েই কথা বলেন। অপু বিশ্বাস বলেন, ‘আমাকে প্রতিনিয়ত সে (শাকিব) ঠকিয়ে গেছে। আমি তো তাকে ঠকাইনি। আমাকে সে বিয়ে করেছে। আমাকে বলেছে, “অপু, সব লুকায় রাখো। আমি প্রতিটা মুহূর্তে লুকায় রাখছি। আমি প্রেগন্যান্ট, আমাকে বলছে লুকায় রাখো।

কাঁদতে কাঁদতে অপু বলেন, ‘আমি সবকিছু জীবন দিয়ে আগলে রাখছি। তার বিনিময়ে ছোট্ট একটু সম্মান চাইছি।’

পরে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অপুর সঙ্গে তার বিয়ে ও সন্তান আব্রাহামের কথা স্বীকার করেন।

টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে অপু বিয়ে আর সন্তানের কথা বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শাকিব। তিনি বলেন, সন্তানের দায়িত্ব নেবেন, কিন্তু অপুর নয়। এ সময় অপুর টিভি সাক্ষাৎকারকে একটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন শাকিব।


সর্বশেষ খবর