সব

নরসিংদী মনোহরদী পরিবহনে যাত্রী সেবা নিম্নমানের, জনদূর্ভোগ চড়মে।

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st January 2016at 12:29 am
390 Views

25

নরসিংদী প্রতিনিধি : ঢাকা সায়দাবাদ থেকে ছেড়ে আসা নরসিংদী মনোহরদীগামী মনোহরদী পরিবহনে যাত্রী সেবা নিম্নমানের। এ যেন দেখার কেও নেই। প্রায় ৫০টি বাসের মাধ্যমে তাদের যাত্রী সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু অধিকাংশ যাত্রীই তাদের প্রতি সন্তুষ্ট নয়। সরজমিনে দেখা যায় অধিকাংশ বাস পুরনো হওয়ায় বাসের সিট, সিট হাতল, সিট কভার সবকিছুই ব্যাবহার উপযোগী নেই। এ যেন পরিবহন মালিকদের চোখ থাকিতেও অন্ধেরমত আচরণ করছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। মনোহরদী সাগরদী এলাকার এমদাদ বলেন, উচ্চমানের ভাড়া আদায় করেও তারা সেবা দিচ্ছে নিম্নমানের , তাছাড়া বাসের নিম্ন মানের সেবার ব্যাপারে কারো কাছে নালিশ করা যায় না। চালাকচর এলাকার ফরহাদ বলেন, মনোহরদীতে ঢাকা থেকে আসার আর কোন বাস না থাকায় তারা বিপাকে আছে কারো কাছে কিছু বলা যায় না আর বলেও কোন লাভ হয় না। এদিকে অধিকাংশ বাসের ড্রাইভার রাস্তায় বেপরোয়া গাড়ী চালায়, যার ফলে নিয়মিত ছোটখাটো দূর্ঘটনা ঘটেই চলছে। ভেলানগরের এক যাত্রী জানান, এই বাসে উঠলে ভয় করে, কারণ ড্রাইভার যখন তখন হার্ড ব্রেক করে। অন্যদিকে বাসের হেলপার রাস্তায় যেখান সেখান থেকে যাত্রী উঠানামা করে, ফলে গন্তব্যপথে যেতে সময়লেগে যাচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক সুপারভাইজার জানান মনোহরদী পরিবহন মালিক স্থানীয় প্রভাবশালী নেতা হওয়ার কারণে অনেকেই এ পরিবহনের ক্ষেত্রে কেও কথা বলার সাহস পায় না। তাছাড়া ঢাকা থেকে মনোহরদীতে আসা যাওয়ার জন্য একমাত্র পরিবহন হল মনোহরদী পরিবহন। বি আর টিসি থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অন্যদিকে মনোহরদী পরিবহন ছাড়া অন্য কোন পরিবহন এখানে আসতে পারেনা বলে স্থানীয় লোকজনের অভিযোগ। অবিলম্বে যাত্রীদের কথা বিবেচনা করে বাসের মান বৃদ্ধি করার দাবি জানান তারা।


সর্বশেষ খবর