সৌদি সামরিক জোটে যোগ দেবে না পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক ঃ ইসলামি প্রজাতন্ত্র ইরান বিরোধী সৌদি সামরিক জোটে কখনো যোগ দেবে না পাকিস্তান। এ নিশ্চয়তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ। ৩৪টি মুসলিম দেশকে নিয়ে সৌদি আরবের নেতৃত্বে কথিত নয়া সামরিক জোট সম্পর্কে পাক পার্লামেন্টে দেয়া ভাষণে খাজা আসিফ বলেন, শুধু ইরান নয় কোনো মুসলিম দেশ বিরোধী কোনো সামরিক জোটে যোগ দেবে না ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, শিয়া মুসলমানরা হচ্ছেন মাজহাবগত দিক দিয়ে তার দেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। কাজেই শিয়া মুসলমানদের বিরুদ্ধে যায় এমন কোনো জোটে পাকিস্তান যোগ দিতে পারে না। খাজা আসিফ বলেন, সৌদি আরবের নেতৃত্বে কথিত সামরিক জোট গঠনের বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এই জোটের ভূমিকা কি হবে তা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাম্প্রতিক ইরান ও সৌদি আরব সফরের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, এসব সফরের ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।