স্বাক্ষরতার হার শতভাগ করবো
স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাকে আমাদের সরকার খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেজন্য বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ থাকে এবং অর্থের কোনো অভাব হয় না। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকারের পদক্ষেপের কারণে এখন স্বাক্ষরতার হার ৭১ শতাংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ হার শতভাগ করবো। কারণ, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। এর আগে বেলা ১১টায় ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রথমে প্রধানমন্ত্রী সিলেটের আম্বরখানা দরগা মহল্লার হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।