খালেদার উদ্দেশ্যে আমু
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপি নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, জ্বালাও পোড়াও ছেড়ে দিন, জনগণ চাইলে ২০১৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতেও পারেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। এ কারণে জনগণ দ্বিতীয়বারের মত আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, পৌর মেয়র নিজাম উদ্দিন।