নরসিংদী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দুই গোলে জয় পেল খিরাটী
আল মামুন ঃ নরসিংদী জেলার মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে অনুষ্ঠিত হয় বাবু স্বদেশ রায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। এতে অংশ নেয় শিমুলীয়া যুব স্পোর্টিং ক্লাব এবং খিরাটী একাদশ। এতে খিরাটি একাদশ ২-০ গোলে জয় লাভ করে । মনোহরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিনুর রশিদ সুজন এই খেলা উদ্ভাবন করেন। এতে প্রধান অতিথি থাকেন স্থানীয় এম পি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এতে আর ও উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, জাতীয় দলের গোলরক্ষক আমিনুল ইসলাম, অভিনেত্রী রিচি, অভিনেতা আহমেদ শরিফ।