সব

নড়াইলে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 10th May 2017at 10:53 am
58 Views

11

উজ্জ্বল রায়ঃ নড়াইলে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি চৌকশ টিম। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মানিক মোল্যা (২৫)। সে নড়াইলের পেড়লী গ্রামের মালেক মোল্যার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে এএসআই আলমগীর, এএসআই রাজ্জাক, এএসআই জহির, কনস্টেবল মুরাদ, বায়জীদ, শরিফ, শিমুল, অলিয়ার, সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এ সময় নড়াইলের খড়রিয়া বাজার এলাকা থেকে আটককৃত মাদক ব্যবসায়ী মানিক মোল্যার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমটি।

এ প্রসঙ্গে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান মানিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। সর্বশেষ তথ্যানুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, মাদক দমনে আমরা সর্বদা তৎপর।

নড়াইল গোয়েন্দা শাখার চৌকশ টিমের সকল সদস্য সর্বদা গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের আটক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই সাথে তিনি নড়াইলবাসীকে মাদক ও মাদকব্যবসায়ীদের সান্নিধ্য থেকে দূরে থাকার আহ্বান জানান।


সর্বশেষ খবর