সব

কালীগঞ্জের যুবককে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th May 2017at 1:44 pm
40 Views

 

35

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে মাসুম পারভেজ রুবেল (২৭) নামে এক যুবককে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়খালী বাজার থেকে তাকে তুলে নিয়ে যায় র‌্যাব পরিচয়ে। রুবেল কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় হাজিরা দিতে মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ কোর্টে যাচ্ছিল রুবেল। এসময় বিষয়খালী বাজারে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য দাঁড়ায় সে। হঠাৎ লুঙ্গি-গেঞ্জি পরা অবস্থায় ৪/৫ জন এসে রুবেলকে মারধর শুরু করে। আশেপাশের লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসা করে আপনারা তাকে মারছেন কেন। এরপর তারা লুঙ্গির নিচ থেকে অস্ত্র বের করে ও কালো কাপড়ে র‌্যাব লেখা দেখিয়ে আশেপাশের সবাইকে বলে আমরা র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের অফিসিয়াল নম্বরে (০১৭৭৭-৭১০৬২২) একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।


সর্বশেষ খবর