বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা নায়: প্রধান বিচারপতি
স্টাফ রিপোর্টারঃ মানবসভ্যতার চাবিকাঠি হলো একটি দেশের ন্যায় বিচার। একটি দেশ সুন্দয় হয় সে দেশের বিচার বিভাগের বিভাগের উপর। দেশের বিচার বিভাগে দায়িত্বে যারা রয়েছেন তাদের উপর আস্থা রাখলে দেশ থেকে অন্যায় কমে যাবে বলে মনে করনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার ( ১৮ ) দুপুরে টাঙ্গাইল এডভোকেট বার সমিতি আয়োজিত আইনজীবীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিচার বিভাগ স্বাধীন কিন্তু বিচারকরা স্বাধীন না। বিচারকরা সবসময় জনগনের অধিকার আদায়ে কাজ করে থাকেন। দু:খ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, টাঙ্গাইল জেলা মহান স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছেন সে তুলনায় টাঙ্গাইলের কোন উন্নয়ন নেই। রাস্তা-ঘাট নোংরা, যানজটে পরিপূর্ণ এমন অবস্থা দেখে আমি অনেক মর্মাহত। টাঙ্গাইলের অবস্থা তার নিজ থানার চাইতেও অউন্নত বলে মনে করেন তিনি।
এজন্য জেলার সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান সুরেন্দ্র কুমার সিনহা। জেলা বারসমিতির সভাপতি এডভোকেট মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. জাকির হোসেন, জেলা সিনিয়র জজ মো. রবিউল হাসান। বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবু রায়হান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলার প্রায় কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।