সব

ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের প্রস্তাব দিল আরব সরকার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 18th May 2017at 8:17 pm
49 Views

6

আন্তর্জাতিক ডেস্কঃ তেল-আবিব ফিলিস্তিনিদের সঙ্গে কথিত ‘শান্তি’-আলোচনা শুরু করলেই তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে সৌদি সরকারসহ উপসাগরীয় কয়েকটি আরব সরকার প্রস্তাব দিয়েছে।

তবে ইসরাইল এ ধরনের আপোষ আলোচনা শুরু করবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে।

এই সরকারগুলো ইহুদিবাদী দখলদার শাসকগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখলেও তারা এ পর্যন্ত এই মাখামাখি সম্পর্ককে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্কে রূপান্তর করেনি।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়ে আরও বলেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজা-বাদশাহরা তেল-আবিবের সঙ্গে টেলি-যোগাযোগ চালু করতে প্রস্তুত এবং তারা ইসরাইলের সঙ্গে বাণিজ্য নিয়ে সংলাপে বসতে ও ইসরাইলি বিমানগুলোকে তাদের দেশের আকাশসীমাও ব্যবহার করতে দিতেও প্রস্তুত রয়েছে।

পারস্য উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো এমন সময় এ প্রস্তাব দিয়েছে যখন আর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইল সফর করবেন বলে কথা রয়েছে। পার্সটুডে


সর্বশেষ খবর