গাজীপুরে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু, ধর্ষক আটক
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর গাজীপুরা খরতৈল এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েয়ে। পুলিশ অভিযুক্ত ধর্ষক মাহফুজ (২০)কে আটক করেছে।
শিশুটির স্বজনরা জানায়, শিশুর বাবা একজন রিকশাচালক। মা স্থানীয় পোশাক করাখানায় ঝাড়ুদারের কাজ করে করেন। তারা গাজীপুরার খরতৈল এলাকায় ভাড়া থাকেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে শিশুটিকে ভাড়া বাসায় রেখে তারা কাজে যান। সকাল ১০টার দিকে শিশুটিকে ওই বাড়ির অপর ভাড়াটিয়া মাহফুজ ডেকে তার ঘরে নিয়ে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়। মেয়েটির চিৎকার শুরু করলে মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ দিকে খবর পেয়ে শিশুটির মা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথমে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। গাইনী বিশেজ্ঞ চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকাদার জানান, অভিযুক্ত ধর্ষক মাহফুজকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।