সব

বিরামপুর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 19th May 2017at 6:26 pm
47 Views

7

সামিউল আলমঃ বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (পৌরসভা সিবিও) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে, বৃহস্পতিবার শহরের প্রফেসরপাড়া সমিতির নিজ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরামপুর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি ওবায়দুর রহমানের তত্ত্বাবধানে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে মোট ভোটার সংখ্যা ৮৩০ জন। নির্বাচনে মোট ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করেন ১৮ জন। ভোট গ্রহণ শেষে গণনার মাধ্যমে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাহাঙ্গীর আলম মাছ প্রতিক নিয়ে ৪২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি দুলু মিয়া চেয়ার প্রতিকে পেয়েছেন ২৩৯ ভোট। সহ-সভাপতি পদে শাহ্ধসঢ়; আলম মন্ডল তালা-চাবি প্রতিকে ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শিরিনাজ বেগম বই প্রতিকে পেয়েছেন ১৬৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আবেদুর রহমান বিশ্বাস রনি সাইকেল প্রতিকে ৪১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দি লাভলী আক্তার ছাতা প্রতিকে পেয়েছেন ২৪৩ ভোট। ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সাইফুল ইসলাম (মোরগ-৪৮৩ ভোট), মোছাঃ ফরিদা (কলস-৪১১), সালেহা খাতুন (গরুগাড়ি-৪০৪), রাবেয়া আক্তার বেবি (হরিণ-৩৮৭), আফরোজা পারভীন (হাঁস-৩৭৭), শিল্পি আক্তার (আম-৩৭৫), লতিফুল (উড়োজাহাজ-৩৬২), রেজিনা বেগম (প্রজাপতি-৩৩৮), নার্গিস অক্তার (বটগাছ-৩৩৭)।

নব-নির্বাচিতরা সমিতির উন্নয়নকল্পে সমিতিকে আরো বেগবান ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।


সর্বশেষ খবর