বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে, বিচারকরা নয়: প্রধান বিচারপতি
স্টাফ রিপোর্টারঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগকে স্বাধীন করা হয়েছে। কিন্তু বিচারকরা স্বাধীন নয়। বিচারকদেরকে আইনের কাঠামোর মধ্যে চলতে হয়।
তিনি আরও বলেন, বিচার বিভাগকে অকার্যকর করতে একটি মহল পায়তারা করছে। ল’ কমিশনের মতামত নিয়ে দেশে কোন আইন করা হয় না।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
মামলার দীর্ঘসূত্রিতা ও জট কমাতে প্রয়োজনীয় বিচারক নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়কে তাগিদ দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
এসকে সিনহা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা দেশে সন্ত্রাস করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, সরকারের একার পক্ষে সন্ত্রাস দমন করা সম্ভব নয়। এজন্য আইনজীবী, বিচারকসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সাবেক সভাপতি আবদুল বাকী মিয়া, আবদুস সালাম, নুরুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক আবু রায়হান সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন, টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মো. রবিউল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিকালে জজকোর্ট ভবনের দ্বিতীয় তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি।