প্রতিবাদে ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ: রিজভী
স্টাফ রিপোর্টারঃ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী ২৪ মে বুধবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি।
আজ সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন,‘আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশি তল্লাশি চালিয়ে হানা দিয়েছে। এর প্রতিবাদে আগামী বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবো’।
এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে রিজভী জানান।
এরআগে রোববার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে কেন তল্লাশি চালানো হয়েছে সরকারের কাছে তার ব্যাখ্যা চাওয়া হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়।
নিজ কার্যালয়ে পুলিশি অভিযানের প্রেক্ষিতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাথে বৈঠক করেন খালেদা জিয়া। কার্যালয়ের নিচতলায় রাত ৯টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতারা খালেদার জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনাকে সরকারের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। তারা এর নিন্দা জানান।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে তল্লাশির প্রতিবাদে সমাবেশ হবে। সমাবেশের অনুমতি না দিলে সারা দেশে বিােভ কর্মসূচি দেয়া হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।