কাশ্মির পরিস্থিতি নাগালের বাইরে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: শারদ যাদব
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সিনিয়র নেতা শারদ যাদব কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, কাশ্মির উপত্যকার অবস্থা এখন নাগালের বাইরে এবং সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ।
রোববার গণমাধ্যমে প্রকাশ, শারদ যাদব বিরোধী দলের সমর্থনে কাশ্মির ইস্যুতে এক সম্মেলনের আয়োজন করতে উদ্যোগী হয়েছেন।
শারদ যাদব এ ব্যাপারে বিজেপি’র সিনিয়র নেতা যশোবন্ত সিনহা ছাড়াও কংগ্রেস এবং বামদলগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যশোবন্ত সিনহা এক বেসরকারি প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত রয়েছেন যিনি কাশ্মির পরিস্থিতি নিয়ে এক জাতীয় সম্মেলনের জন্য ওই রাজ্য সফর করেছিলেন।
শারদ যাদব এক বিবৃতিতে বলেন, ‘কাশ্মির উপত্যাকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং গত ৩ বছরে তা হাতের বাইরে চলে গেছে। এখন সেখানে শান্তি স্থাপন করা খুব চ্যালেঞ্জের বিষয়। রাজ্যটি সন্ত্রাসবাদের কবলে পড়েছে। গত ১৫ বছরেও এমনটা হয়নি এবং সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’
ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কার্যকাল ৩ বছর পূর্ণ হয়েছে।
অন্যদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী কাশ্মির পরিস্থিতি নিয়ে নীতি রূপায়ণের জন্য দলের মধ্যে একটি কমিটি তৈরি করেছেন। এতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেস নেতা কর্ণ সিংহ, গুলামনবী আজাদ এবং জম্মু-কাশ্মিরের দায়িত্বপ্রাপ্ত নেত্রী অম্বিকা সোনি।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নেতৃত্বে রোববার সেই কমিটির প্রথম বৈঠক হয়। কমিটির সদস্য অম্বিকা সোনি বলেন, ‘জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন। কংগ্রেস আমলে কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্তরে অনেক পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু সে সব এখন ধুয়েমুছে গেছে। সেজন্যই সেখানকার পরিস্থিতি খারাপ হয়েছে।’
প্রসঙ্গত, গতকালই বেসরকারি টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কাশ্মির প্রসঙ্গে বলেন, ‘ওই রাজ্যের পরিস্থিতি নিয়ে একটুও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’তার দাবি, ‘কাশ্মির প্রসঙ্গে যা কিছু তুলে ধরা হচ্ছে তার মধ্যে বাস্তবে অনেক পার্থক্য রয়েছে এবং সমস্যা মাত্র সাড়ে তিন জেলার মধ্যে সীমাবদ্ধ।’
কাশ্মির প্রসঙ্গে বিরোধী কংগ্রেস দলের সমালোচনা করে অমিত শাহ বলেন, ‘কাশ্মির নিয়ে কংগ্রেসের বাগাড়ম্বর করার কোনো অধিকার নেই। কারণ, কাশ্মির সমস্যা স্বাধীনতার পর থেকে তাদের সরকারের নীতির পরিণাম।’নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দ্রুত সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলেও অমিত শাহ মন্তব্য করেন।