নড়াইলের হাটবাড়িয়ায় মন্দিরের উদ্বোধন
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে হাটবাড়িয়া জমিদারবাড়ি রাধাগোবিন্দ মন্দির পূন:প্রতিষ্ঠা ও সংষ্কার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান।
এসময় গণমাধ্যমকর্মী নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্য¡, সোমবার সন্ধ্যায়, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জঙ্গি, সন্ত্রাস ও মাদক থেকে সন্তানদের দূরে রাখতে হবে ও ধর্মের মধ্য থেকে সকল প্রকার অধর্ম পরিহার করতে হবে। নিজের ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা রাখা মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।